চট্টগ্রামে হত্যা-মামলায় দুইজনের ফাঁসি

চট্টগ্রাম : চট্টগ্রামে একটি হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আদালত একই সঙ্গে আসামি দুজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করেছে। বুধবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসেন আরা এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন বাজার এলাকা মৃত জিতু মিয়ার ছেলে মোহাম্মদ সাহাব উদ্দিন এবং কুমিল্লার মুরাদপুরের মখলেস হাজিবাড়ির মো. মোরশেদের ছেলে জাকির হোসেন। আসামিরা কারাগারে আছেন।

ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম বলেন, দুই আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত। এ ছাড়া তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের গলায় ফাঁসির রশি দিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ হয়েছে। এখন আসামিরা চাইলে সাতদিনের মধ্যে আপিল করতে পারবে।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৫ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়ার গোচরা জামেয়া নঈমিয়া তৈয়বিয়া ফাযিল মাদ্রাসার অদূরে পাহাড়ের পাদদেশ থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার হয়। এ ঘটনায় স্থানীয় চৌকিদার দানু মিয়া বাদি হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। এরপর তদন্তে নেমে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। সে ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায়, খুনের শিকার ব্যক্তির নাম আউয়াল। নিহতের বাড়ি গোচরা এলাকায়। পূর্ব শক্রুতার জেরে ঘর থেকে ডেকে নিয়ে আউয়ালকে হত্যা করা হয়। এ ঘটনায় নিজে জড়িত থাকার স্বীকারোক্তির পাশাপাশি ঘটনায় জড়িত জাকিরের নামও জানায় সাহাব উদ্দিন। তদন্ত শেষে ২০০৮ সালের ২৯ আগস্ট আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। আউয়ালের স্ত্রীসহ ১৫ জনের সাক্ষ্য শেষে আদালত রায় ঘোষণা করেন।

একুশেে/এসআর/এটি