ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেট থেকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিটুসহ অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেটে অবস্থান নেয় এবং সেখান থেকে তাইফুলসহ কয়েকজনকে আটক করেছে।পুলিশ কাউকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকতে দিচ্ছে না।
তবে হঠাৎ করে কেন এই আটক অভিযান তা জানা যায়নি।
এ ব্যাপারে পল্টল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলমের কাছে জানতে চাইলে তিনি ৫ জন আটকের কথা স্বীকার করেছেন। তিনি আটকদের নাম বলতে পারেন নি।