সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

নবজাতক বদল: বৃহস্পতিবারের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন

প্রকাশিতঃ ২৫ এপ্রিল ২০১৮ | ১:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের গোলপাহাড় মোড়ের বেসরকারি চাইল্ড কেয়ার হাসপাতালে জীবিত শিশুর সঙ্গে মৃতের বদলের ঘটনায় অধিকতর তদন্ত হচ্ছে; আগামী বৃহস্পতিবারের মধ্যে এই তদন্ত শেষ হবে।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ এম মুজিবুল হক এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত শ্বাসকষ্টসহ নানা জটিলতায় আক্রান্ত নবজাতক কন্যাকে ১৪ এপ্রিল রাতে ভর্তি করা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। একদিন পর তাকে ভর্তি করা হয় চাইল্ড কেয়ারে। গত ১৭ এপ্রিল তাকে মৃত ঘোষণা করে প্যাকেটে করে চাইল্ড কেয়ার কর্তৃপক্ষ তুলে দেয় পরিবারের হাতে। বাড়িতে নিয়ে দাফনের জন্য গোসল করাতে গিয়ে পরিবারের লোকজন দেখেন- নবজাতক ছেলে।

পরিবারের লোকজন ফিরে আসেন হাসপাতালে। প্রথমে অস্বীকার করে কর্তৃপক্ষ। রাতে পুলিশের তৎপরতায় বুধবার সকালে জীবন্ত কন্যাশিশুকে ফেরত দিয়েছে চাইল্ড কেয়ার। এ ঘটনায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি করে স্বাস্থ্য বিভাগ। কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও চারদিনের মাথায় গত সোমবার তদন্ত প্রতিবেদন দেয় কমিটি।

এই তদন্ত প্রতিবেদন নিয়ে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তবে প্রতিবেদনে ডেথ সার্টিফিকেট ও থানায় জিডির কপির তথ্য না থাকায় প্রশ্নের মুখে পড়েন তারা।

এরপর চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ এম মুজিবুল হক বলেন, নার্সদের অসতর্কতা এবং তাদের ভুলের কারণে শিশু বদলের এ ঘটনা ঘটেছে বলে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। তদন্তে সেখানকার চিকিৎসকের অবহেলার কথা বলা হয়নি। ডেথ সার্টিফিকেট ও থানায় জিডির কপি সংগ্রহ করে এ ঘটনার আরও অধিকতর তদন্ত করা হবে। নতুন কমিটিতে চট্টগ্রামের সিভিল সার্জনকেও রাখা হবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত শেষ হবে।

এসআর/একুশে