সিসিটিভির আওতায় আসছে পুরো চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের সম্পূর্ণ এলাকা ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় আসছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ।

চট্টগ্রাম বন্দরের ১৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বন্দর চেয়ারম্যান এ কথা বলেন। মঙ্গলবার সকালে বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ বলেন, ‘বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট। কারণ চট্টগ্রাম বন্দরের ভিটিএমআইএস নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কোস্টগার্ড ও নৌ-বাহিনীর অবদানও অনস্বীকার্য। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘আমরা বন্দর সংরক্ষিত এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সম্পূর্ণ এলাকা সিসিটিভি কভারেজের আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছি। এ জন্য দ্রুত পরামর্শক নিয়োগ করা হবে।’

মতবিনিময় সভার শুরুতে লিখিত বক্তব্যে বন্দর চেয়ারম্যান বলেন, ১৮৮৭ সালের ২৫ এপ্রিল চট্টগ্রাম বন্দর প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এক বছর পর ১৮৮৮ সালে পোর্ট কমিশনার্স অ্যাক্ট চূড়ান্তভাবে প্রণীত হয়। এ জন্য প্রতিবছর ২৫ এপ্রিল বন্দর দিবস হিসেবে পালন করা হয়।

সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর শাহিন রহমান, ক্যাপ্টেন খন্দকার আকতার হোসেন ও কামরুল আমিন ও বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসআর/একুশে