সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সাতকানিয়ার সাংসদের গাড়িতে ঢিল

প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০১৮ | ৮:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ার সংসদ সদস্য ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভীর গাড়িতে ঢিল ছুড়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। মঙ্গলবার দুপুরে পটিয়ার মনসা এলাকায় এ ঘটনায় সাংসদকে বহনকারী ল্যান্ড ক্রুজারের এক পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়।

ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী বলেন, চট্টগ্রাম থেকে লোহাগাড়ায় এক অনুষ্ঠানে যাচ্ছিলাম। রাস্তায় এক পাগল বড় একটা পাথরের ঠুকরো ছুড়ে মারে। সেটা আমার গাড়িতে এসে পড়ে। তাতে ডান পাশের জানালার কাচে কিছু ক্ষতি হয়েছে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, যে নারী ঘটনাটি ঘটিয়েছে তাকে ঘরে আটকে রাখতে হয়, এমন মানসিক প্রতিবন্ধি সে। কোনোভাবে বের হয়ে রাস্তায় এসে গাড়িতে ঢিল ছুড়তে শুরু করেছিল ওই নারী। এ সময় সংসদ সদস্যের গাড়িতেও একটি ঢিল লাগে। এমপি স্যার গাড়ি থেকে নেমে ওই নারীকে আর্থিক সহায়তা দেন এবং হাসপাতালে চিকিৎসা করানোর আশ্বাস দেন।

এসআর/একুশে