বাঁশখালীতে শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলায় শ্বশুরবাড়িতে পিটিয়ে হত্যা করা হয়েছে মো. ফারুক নামের ২৭ বছরের এক যুবককে।

মঙ্গলবার সকালে ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

নিহত ফারুক বাঁশখালীর বাহারছড়ার জাগির আহমদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, বাঁশখালীর দক্ষিণ ইলশার কালা গাজী বাড়ির শাকি আকতারকে বিয়ে করেন ফারুক। বিয়ের পর থেকে ফারুক পরিবারের সাথে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে।

মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুকের উপর মারধরের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন স্ত্রী শাকি আকতার।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ফারুককে মৃত ঘোষণার পর তার স্ত্রী শাকি পালিয়ে যায়। পরে লাশটি মর্গে পাঠানো হয়।

এসআর/একুশে