পটিয়ায় দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত, আহত ৫

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কার্ভাড ভ্যান রাস্তার পাশে গ্যারেজে ঢুকে পড়ায় একজন সিএনজি অটোরিকশা চালক নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার শাহচান্দ আউলিয়া মাদ্রাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মজুমদার।

গ্যারেজে গাড়ী মেরামত করতে আসা অটোরিক্সা মোহাম্মদ সেলিম (৪০) কে গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তিনি পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আল্লাই কাগজীপাড়া এলাকার মৃত এয়ার মোহাম্মদের ছেলে।

আহতরা হলেন, মোহাম্মদ শফি (২৮), সাইফুল ইসলাম (২৪), মুসা (৫০), বাবুল (৪৮), মোহাম্মদ শওকত হোসেন (৪৫)। আহতদের মধ্যে ৩ জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহর যাওয়ার পথে পটিয়া উপজেলার শাহচান্দ আউলিয়া আলিয়া ফাজিল মাদ্রাসার সামনে একটি কার্ভাড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে গ্যারেজে ঢুকে পরে। এসময় নিয়ন্ত্রন হারানো কার্ভাড ভ্যানটির ধাক্কায় প্রায় ৭ জন গুরুতর আহত হন।

এদিকে একেই ঘটনায় গ্যারেজে অবস্থান নেয়া সাতটি সিএনজি অটোরিক্সা দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে যান। অটোরিক্সা চালক সেলিমসহ গুরুতর আহত ৪জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চমেকের দায়িত্বরত চিকিৎসক সেলিমসকে মৃত ঘোষনা করেন।

এছাড়া অন্য আহতদের মধ্যে তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাড়িঁর এএসআই আলাউদ্দিন তালুকদার।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ৬ জন আহত হয়। গুরুতর আহতবস্থায় চমেক হাসপাতালে প্রেরন করার সময় একজনের মৃত্যু হয়। কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে।’

এমএন/এসআর/একুশে