:: বিনোদন ডেস্ক ::
বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ঢাকা সফর নতুন কিছু নয়। হরহামেশাই বলিউড থেকে শিল্পীরা আসছেন এদেশে। বিশেষ করে শীতকাল এলেই শীতের পাখির মতো বেড়ে যায় বলিউড তারকাদের আনাগোনা।
তারই ধারাবাহিকতায় এবার বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কারিনা কাপুর ঢাকা আসছেন। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও আগামী জানুয়ারিতেই রাজধানীর আর্মি স্টেডিয়ামে একটি কনসার্টে পারফর্ম করবেন পাতৌদির নবাব বাড়ির বউ- এমনটাই জানিয়েছে কনসার্টটির আয়োজন প্রতিষ্ঠান গান বাংলা চ্যানেল।
আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টে কারিনার পাশাপাশি নারগিস ফাখরি ও কণ্ঠশিল্পী বেনী দয়ালও থাকবেন। কনসার্টের টিকিটের মূল্যও এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে।
প্লাটিনাম (দুই জন) ৫০ হাজার টাকা, গোল্ড ১০ হাজার টাকা, সিলভার ৫ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড ২ হাজার টাকা।
প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত ‘ত্রিদেশীয় বিগ বি’ কনসার্টে কারিনার আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। সে হিসেবে এবারই প্রথমবার ঢাকায় আসবেন তিনি।