সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কেজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ

প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০১৮ | ৬:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (কেজিডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিয়েছেন প্রকৌশলী খায়েজ আহম্মদ মজুমদার। পেট্রোবাংলার অফিস আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার তিনি কাজে যোগদান করেন।

১৯৮৪ সালে শিক্ষা জীবন শেষে তদানিন্তন বাখরাবাদ গ্যাস সিস্টেমস্ লিমিটেডে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন প্রকৌশলী খায়েজ আহম্মদ মজুমদার। ২০১০ সালে কেজিডিসিএল প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগ পর্যন্ত তিনি কোম্পানির মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) পদে নিয়োজিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদানকারী প্রকৌশলী খায়েজ আহম্মদ মজুমদারকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানিয়েছেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসআর/একুশে