সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এবার ১২ বছরের ছেলেকে ধর্ষণ-চেষ্টা

প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০১৮ | ৩:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম : মেয়ে নয়, এবার ১২ বছরের ছেলেকে ধর্ষণের চেষ্টা করেছে চল্লিশোর্ধ এক নরপশু।

মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন মোহরা কর্ণফুলি নদীর ওয়াসা প্রকল্পের কাছে এ ঘটনা ঘটে। ধর্ষণ-চেষ্টাকারীর নাম লোকমান (৫০)। পেশায় সে বাবুর্চি।
0
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে লোকমান বাবুর্চি ওয়াসা প্রকল্পের কাছে তার ভাড়া বাসায় প্রতিবেশি ওই শিশুকে ফুসলিয়ে নিয়ে যায়। এরপর প্রলোভন দেখিয়ে তাকে বলাৎকারের চেষ্টা করে।

এসময় শিশুটির আত্মচিৎকারে পাশের লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করলেও অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। ভুক্তভোগী শিশুটির বাবা একুশে পত্রিকাকে জানান, এ ব্যাপারে থানায় মামলা করতে চাইলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা রাতের মধ্যে তাকে ধরে এনে বিচার করার আশ্বাস দিয়ে মামলা না করতে অনুরোধ করেছে।

দেখি এলাকার লোকজন কী করে। না হলে আমার নিষ্পাপ শিশুটির এমন ক্ষতি যে করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। বলেন শিশুর বাবা।

একাধিকবার চেষ্টা করেও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বশরকে ফোনে পাওয়া যায়নি।

একুশে/এটি