বাঁশখালীতে ক্রসফায়ারে শিশু ধর্ষক নিহত

চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পেকুয়ার সীমান্তে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ের আব্দুল হাকিম মিন্টু (৩০) নামে এক শিশু ধর্ষণকারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটেছে। র‌্যাবের দাবি, ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান একুশে পত্রিকাকে জানান, গত শনিবার (২১ এপ্রিল) তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার ওই ছাত্রীর বাবা মিন্টুর বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই র‌্যাব ধর্ষককে ধরতে অভিযান শুরু করে।

মঙ্গলবার ভোরে তার অবস্থান শনাক্ত করতে পেরে পেকুয়ার সীমান্তের টইটং এলাকায় অভিযানে যায়। এ সময় র‌্যাব সদস্যকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। ১৫ থেকে ২০ মিনিট পর ছয় সাত জন সন্ত্রাসীকে পালিয়ে যেতে দেখা যায়। পরে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একুশে/এএ