ইয়াবা ব্যবসার বিরোধে ছুরিকাহত যুবকের মৃত্যু

চট্টগ্রাম : চট্টগ্রামে ইয়াবা ব্যবসার বিরোধকে কেন্দ্র করে দুই যুবকের পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনায় এক সপ্তাহ পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন খোরশেদ আলম বাবু (৩৪) নামে এক যুবক।

সোমবার দিনগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু।

এর আগে গত ১৬ এপ্রিল বিকালে ডবলমুরিং থানাধীন হাজী পাড়া জলিল ম্যানসন এলাকায় ইয়াবা ব্যবসার বিরোধের জের ধরে আরেক পক্ষের মারামারির ঘটনায় বাবু, তার ভাই জানে আলম (৪০) ও ভাইপো মো. সাকিব (২০) আহত হয়েছিলেন।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, হাজী পাড়ায় একটি জায়গায় বাসা তৈরি করে ভাড়া তোলা ও ইয়াবা বিক্রি নিয়ে বাবু ও রাজুর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। দেড় মাস আগে রাজুকে ছুরিকাঘাতে আহত করেছিল বাবু। রাজু সুস্থ হয়ে গত ১৬ এপ্রিল বাবুকে ছুরিকাঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে চমেক হাসপাতালে রাজু মারা যায়।

বাবুর ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর সোলায়মান (১৯) নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি একেএম মহিউদ্দিন সেলিম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসঅাই আলাউদ্দিন তালুকদার বলেন, সোমবার দিনগত রাতে বাবু মারা যান। তবে তার ভাই জানে আলম ও ভাইপো মো. সাকিব চিকিৎসাধীন আছেন।

এসআর/একুশে