সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রনির বিরুদ্ধে অভিযোগ: সিআইডি, পিবিআই ও বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০১৮ | ৯:১২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে ওঠা অভিযোগ বিচার বিভাগ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিঅাই) দিয়ে তদন্তের দাবি এসেছে এক মানববন্ধনে।

সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জামালখান সড়কে ‘সাধারণ শিক্ষার্থী পরিষদ’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রনির বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান ও ইউনিএইড কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়ার করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

মানববন্ধন ও সমাবেশে সাবেক ছাত্রলীগ নেতা হাসান মনসুর বলেন, রনির বিরুদ্ধে মামলার বাদী রাশেদ মিয়া একই কায়দায় এর আগে ভিডিও ক্লিপ, অডিও টেপ প্রমাণ হিসেবে দেখিয়ে ৭০ লাখ টাকার চাঁদাবাজি মামলা করেছিল, তাও থানার এক ওসির বিরুদ্ধে। এছাড়া হাটহাজারী থানায় তার নামে মোটর সাইকেল চুরির মামলা আছে। প্রতিহিংসার কারনে দলের একজন নিবেদিতপ্রাণ জনপ্রিয় ছাত্রনেতা ষড়যন্ত্রের শিকার হতে পারেন না।

রনির বিরুদ্ধে ওঠা অভিযোগ বিচার বিভাগ, সিআইডি ও পিবিঅাই দিয়ে তদন্তের দাবিও জানান কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর।

মানবন্ধনে আওয়ামী লীগ নেতা আকতার উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলী রেজা পিন্টু, মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম সামদানি জনি, ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

এর আগে সোমবার দুপুর থেকেই নগরীর বিভিন্ন এলাকা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় অনুমতি নেওয়া হয়নি- অযুহাতে পুলিশের পক্ষ থেকে মানববন্ধনে বাধা দেওয়া হয়। এরপর অনুমতি নিয়ে কর্মসূচি পালন করা হয়।

সম্প্রতি সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করতে গিয়ে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করেন রনি। নগরীর জিইসি মোড়ে ইউনিএইড কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়াকে আর্থিক লেনদেনের অজুহাতে মারধর করেন তিনি।

এ দুটি ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার বিরুদ্ধে চকবাজার থানায় চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান বাদি হয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করে। এ সময় রনিও শিক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগে জাহেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন চকবাজার থানায়।

অন্যদিকে রনির বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে ইউনিএইড কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়া বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। এ ঘটনার পর নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেন নুরুল আজিম রনি।

এসআর/একুশে