সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ট্রাক ও সিএনজি অটোরিকশা মুখোমুখি, আহত ৫

প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০১৮ | ৮:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

সোমবার বিকেল ৪টার দিকে মইজ্জারটেক পুলিশ বক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

আহতরা হলেন- আনোয়ারার বাসিন্দা নুরুল আমিন (৫৪), তার ভাই নুরুল আলম (৪৫), বাঁশখালীর বাসিন্দা হাসিনা বেগম (৩৫), মো. করিম (৩৫) ও নাজিম উদ্দিন (৩৫)।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত পাঁচজনের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

এসআর/একুশে