চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার ১নং ফরহাদবাদ ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।
নিহত মো. শাহেদ (১৩) স্থানীয় হাছি মিয়া ফকিরের বাড়ির বাসিন্দা মো. হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মাহমুদাবাদ পাহাড় এলাকায় পাহাড়ের পাদদেশে মাটি কাটার কাজ করছিল শাহেদ। এ সময় হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়লে সে চাপা পড়ে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোকসানা জাহান তাকে মৃত বলে ঘোষনা করেন।
এসআর/একুশে