নবজাতক বদলের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের বেসরকারি চাইল্ড কেয়ার হাসপাতালে নবজাতক কন্যার বদলে মৃত ছেলে দেওয়ার ঘটনা তদন্তে স্বাস্থ্য বিভাগের গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার বিকেল পাঁচটার দিকে প্রতিবেদনটি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এএম মুজিবুল হকের কাছে জমা দেওয়া হয়।

ডা. এএম মুজিবুল হক বলেন, নবজাতক বদলের ঘটনায় তদন্ত প্রতিবেদনটি আমরা পেয়েছি। প্রতিবেদনের সঙ্গে অনেক সাক্ষ্যপত্র, ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। সেগুলো পর্যালোচনা করে মঙ্গলবার গণমাধ্যমকে আনুষ্ঠানিক জানাবো।

প্রসঙ্গত শ্বাসকষ্টসহ নানা জটিলতায় আক্রান্ত নবজাতক কন্যাকে ১৪ এপ্রিল রাতে ভর্তি করা হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। একদিন পর তাকে ভর্তি করা হয় চাইল্ড কেয়ারে। গত ১৭ এপ্রিল তাকে মৃত ঘোষণা করে প্যাকেটে করে চাইল্ড কেয়ার কর্তৃপক্ষ তুলে দেয় পরিবারের হাতে। বাড়িতে নিয়ে দাফনের জন্য গোসল করাতে গিয়ে পরিবারের লোকজন দেখেনÑ নবজাতক ছেলে।

পরিবারের লোকজন ফিরে আসেন হাসপাতালে। প্রথমে অস্বীকার করে কর্তৃপক্ষ। রাতে পুলিশের তৎপরতায় বুধবার সকালে জীবন্ত কন্যাশিশুকে ফেরত দিয়েছে চাইল্ড কেয়ার। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করে স্বাস্থ্য বিভাগ। কমিটিকে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও চারদিনের মাথায় তদন্ত প্রতিবেদন দেয় কমিটি।

এসআর/একুশে