সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অভিযুক্ত প্রবাসে, ত্রাসসৃষ্টির অভিযোগ সংবাদ সম্মেলনে!

প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০১৮ | ৭:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে কাতার প্রবাসী তিন সহোদরসহ পাঁচজনের বিরুদ্ধে ভূমি দখল, ত্রাসসৃষ্টির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

অভিযুক্ত তিন প্রবাসী সহোদর হলেন- মো. জাবেদ (৩০), মো. রাসেল (২৮), মো. ইয়াকুব (২৯)। এছাড়াও তাদের ভগ্নিপতি মো. মনসুর (৩২) ও মামা আব্দুল কাইয়ুমের (৫২) বিরুদ্ধেও ভুমি দখলের অভিযোগ করা হয়েছে। এদের মধ্যে মো. ইয়াকুব গত ২০ মার্চ থেকে কাতারে আছেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে ভূমির মালিক মেহেরুন্নেছার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্বামী মো. আবু সুফিয়ান চৌধুরী। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, মেহেরুন্নেছাসহ তাদের ৬ বোনের মৌরশী সম্পত্তি অভিযুক্তরা জোরপুর্বক দখল করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। অভিযুক্তরা বার বার তাদের উপর হামলা চালায়। তারা বসতঘরের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে দেয় ও দোকান লুটপাট করে।

মো. আবু সুফিয়ান চৌধুরী বলেন, বাড়িতে থাকার নারীদের উপরও বারবার হামলা করেছে অভিযুক্তরা। তবে কোনদিন হামলা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি তিনি।

অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে মো. মনসুর বলেন, মেহেরুন্নেছার মা খালেদা বেগম বাদী হয়ে সম্পত্তি ভাগবাটোয়ারার জন্য দেওয়ানী আদালতে মামলা করেছেন। মামলা বিচারাধীন থাকাবস্থায় বিরোধীয় সম্পত্তি দুই কবলায় হোসনে আরা বেগম ও পারভীন আক্তারের কাছে বিক্রি করেছেন খালেদা বেগম। অথচ মামলা চলমান থাকলে বিরোধীয় সম্পত্তি বিক্রি করা যায় না।

সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে আনা ভুমি দস্যুতার অভিযোগ নাকচ করে দিয়ে মো. মনসুর বলেন, অন্যায়ভাবে তিনটি মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আমার শ্যালক ইয়াকুব গত ২০ মার্চ থেকে কাতারে আছেন। জাবেদ ব্রেইন টিউমারের রোগী, তিনি কাতার থেকে এসেছেন গত ২৬ ডিসেম্বর। রাসেল গত বছরের ১৫ নভেম্বরে দেশে আসেন। তারা কোন সময় অন্যায় কাজ করেননি।

এসআর/একুশে