রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গাজীপুরে হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি

প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০১৮ | ২:১৬ অপরাহ্ন

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল হোসেন (৪৫) হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

সোমবার (২৩ এপ্রিল) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।

গাজীপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল বলেন, কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর গ্রামে ১৯৯৫ সালে বিল্লাল হোসেন খুন হন। বিল্লাল হোসেন খুনের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে গাজীপুরের কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এরপর পুলিশ দীর্ঘদিনের তদন্ত শেষে আদালতে ১৩ জনের নামে অভিযোগপত্র দাখিল করে। শুনানির পর সোমবার ওই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ১৩ জন আসামিকেই মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্যরা পলাতক ছিলেন।

একুশে/এএ