সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অটোরিকশা ও টেম্পু সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০১৮ | ২:০০ অপরাহ্ন

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার মুসাবিয়া মাজার গেট এলাকায় সিএনজি অটোরিকশা ও টেম্পোর সংঘর্ষে ইসমাইল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত ইসমাইল নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

রোববার (২২ এপ্রিল) দিনগত রাতে সংঘটিত এ দুর্ঘটনায় ইসমাইল গুরুতর আহত হন।

নিহত ইসমাইল একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলসম্যানের চাকরি করতো।

পরে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি রাউজান উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ চৌধুরী বাড়ির আবদুল মালেকের ছেলে।

হাটহাজারী থানার এসআই আরিফ বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুসাবিয়া মাজার গেট এলাকায় সিএনজি অটোরিকশা ও টেম্পোর সংঘর্ষে ইসমাইল গুরুতর আহত হন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পণ্যসামগ্রী সেলস এর কাজ শেষ করে হাটহাজারী থেকে বাড়ি ফিরছিলেন ইসমাইল।

একুশে/এএ