চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর মইজ্জারটেক ও ফেনীর মহীপাল এলাকায় পৃথক অভিযানে ১১ হাজার পিস ইয়াবা ও ৯৩০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র্যাব-৭। এসময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়।
রোববার (২২ এপ্রিল) দিবাগত রাতে এসব অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান একুশে পত্রিকাকে জানান, নগরীর মইজ্জারটেক থেকে ১১ হাজার পিস ইয়াবা এবং ফেনীর মহীপাল ৯৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এসব মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মিনিট্রাক জব্দ করে র্যাব সদস্যরা।
একুশে/এএ