সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে টিম অন্বেষণের ক্যাম্পেইন

প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০১৮ | ১:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে নবম-দশম শ্রেণীর ১৬০ জন শিক্ষার্থী নিয়ে রোববার অনুষ্ঠিত হয়ে গেলো ভিন্নধারার কর্মশালা। যার আয়োজনে ছিলো টিম অন্বেষণ।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৮ শিক্ষার্থী এবং বাংলাদেশ পুলিশের ২ সদস্য মিলেই এই টিম গঠন করা হয়।

বিশ্বায়নের এ যুগে ভার্চুয়াল পৃথিবীটাকে বাদ দিয়ে একমুহূর্তও ভাবা যায় না। সব বয়সীদের উন্মুক্ত বিচরণ এখন ‘ভার্চুয়াল জগতে’। তাই কিশোর-কিশোরীরা যাতে এই নতুন পৃথিবীতে নিরাপদে বিচরণ করতে পারে সেই বিষয়ে তাদের সচেতন করে তুলতে এই ক্যাম্পেইন এর আয়োজন করা হয় বলে জানায় তারা।

আয়োজনে থাকা সদস্যদের থেকে জানা যায় SLDW এর একটি ওয়ার্কশপে অংশগ্রহণের মাধ্যমেই তাদের এই ভিন্ন ধারার চিন্তা যা সমাজকে উপকৃত করবে।

আয়োজনকারীদের যুগান্তকারী উদ্যোগের শুরুটা তাদের ঘর থেকে শুরু করলো যা ভবিষ্যতে আরও অনেক দূর এগুবে বলে তারা আশাবাদী।

তারা জানান, স্কুল কর্তৃপক্ষ যেভাবে তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তাদের সহযোগিতা করেছেন তাতে তারা উৎসাহবোধ করছেন।

তাদের উদ্যেশ্য হলো বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘিরে কিশোর-কিশোরীদের অপরাধ প্রবণতা, ভুল-ত্রুটি হ্রাসের চেষ্টা। যাতে তারা তাদের জায়গা থেকে যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে ‘ইন্টারনেট এ নিরাপদ প্রজন্ম’ গড়ে তুলতে পারে।

আয়োজকরা জানান, তারা এমন এক সমাজের স্বপ্ন দেখেন, যেখানে স্কুলগামী শিক্ষার্থীরা সামাজিকতার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও সচেতন হয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।

একুশে/এটি