সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাটহাজারিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ৫

প্রকাশিতঃ ২২ এপ্রিল ২০১৮ | ১১:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম : হাটহাজারিতে সড়ক দুর্ঘটনায় ইসমাইল (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অাহত হয়েছেন ৫ জন।

রবিবার রাত ৯ টার সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারি উপজেলার ফরহাদাবাদ মুসাবিয়া দরবার গেইটের দক্ষিণপাশে করস্থান এলাকায় টেম্পু ও সিএনজির মুখোমুখি সংর্ঘে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের অাব্দুল মালেকের পুত্র বলে জানা গেছে।

অাহতরা হচ্ছেন- মো. সুজা চৌধুরী, পিতা-শফিউল অালম চৌধুরী, অাজিমপুর, ফটিকছড়ি; রোকেয়া বেগম (৪৪) স্বামী-ফজল অামিন, রাঙ্গামাটিয়া, ফটিকছড়ি; রাসেল (২২), পিতা-ইউসুফ অালী, অক্সিজেন, চট্টগ্রাম; রাশেদ (২৫) পিতা-হামদু মিয়া, মিয়াজিপাড়া, হাটহাজারী; বাবু (১৭), পিতা-অাব্দুল মান্নান, সুবাদার পুকুরপাড়, হাটহাজারী, চট্টগ্রাম।

হতাহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

একুশে/এডি/এটি