চট্টগ্রাম : চট্টগ্রামে পাহাড় ধ্বস ঠেকাতে সবোর্চ্চ জিরো টলারেন্স দেখানোর কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। যত বড়ই নেতা , প্রভাবশালী হোক অবৈধ উচ্ছেদ অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেেশর কথা জেলা প্রশাসনকে জানিেয় দিয়েছন তিনি।
রোববার সকালে পাহাড়ধস সর্ম্পকে সচতেনতা বৃদ্ধি ও আগাম সর্তকতামূলক র্কাযক্রম সর্ম্পকিত র্কমশালায় সাংবাদিকেদর এক প্রশ্নরে উত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসনে চৌধুরী মায়া বীরবক্রিম এসব কথা বলনে।
মন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসতি উচ্ছেদে আমাদের অবস্থান জিরো টলারেন্স। প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে পাহাড় ধ্বস ঠেকাতে সকল অবৈধ বসবাসকারীদের যে কোন মূল্যে উচ্ছেদ করতে হবে। পাহড় দখলকারী সে যেই হোক, যত প্রভাবশালীই হোক, যত বড়ই নেতা হোক তাকে ছাড় দেয়া হবে না। আমি জেলা প্রশাসককে বলে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘পাহাড়ধসে মানুষরে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেই লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে ।চট্টগ্রামসহ সারা দেশের মানুষকে পাহাড়ধস সর্ম্পকে সচেতন হতে হবে। মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।
পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘পাহাড় ধ্বস ঠেকাতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।’
জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, ‘এইচ এস সি পরীক্ষা শেষ হলেই আগরে মত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’
এরআগে সচেতনতা বাড়ােত একটি র্যালী নগরীর সার্কিট হাউস থেকে বের হয়ে নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদিক্ষণ করে কাজীর দেউড়ি এসে শেষ হয়।
এডি/একুেশ