৬০ কোটি টাকা আত্মসাত, তিন ব্যাংক কর্মকর্তা কারাগারে

চট্টগ্রাম: ৬০ কোটি টাকা আত্মসাতের দুটি মামলায় আত্মসমর্পণ করা তিন ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

রোববার মহানগর অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস এই আদেশ দিয়েছেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু।

কারাগারে যাওয়া তিন ব্যাংক কর্মকর্তা হলেন- এনআরবি গ্লোবাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার এসএভিপি ও ম্যানেজার মোঃ শামসুল আলম, আল আরাফাহ ইসলামি ব্যাংকের জুবলি রোড শাখার এসএভিপি আমিনুর রশীদ ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপল অফিসার সোহেল রানা।

দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, আল আরাফাহ ইসলামি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৪৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়; মামলা নাম্বার ৮(৩)১৮। এ ছাড়া আল আরাফাহ ইসলামি ব্যাংক থেকে ১৫ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ডবলমুরিং থানায় পৃথক আরেকটি মামলা হয়। মামলাটির নাম্বার ৯(৩)১৮। এই দুই মামলার আসামি তিন ব্যাংক কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠান।

এসআর/একুশে