শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

২০ হাজার বই নিয়ে বাংলা একাডেমির দ্বিতীয় বইমেলা চট্টগ্রামে

প্রকাশিতঃ ২২ এপ্রিল ২০১৮ | ১১:২০ পূর্বাহ্ন


শনিবার চট্টগ্রামের বাতিঘরে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সঙ্গে সাহিত্য আড্ডা।।

নিজস্ব প্রতিবেদক : আজ রোববার প্রথমবারের মতো শুরু হচ্ছে বাংলা একাডেমির বইমেলার চট্টগ্রাম পর্ব। আয়োজকরা বলছেন ঢাকার পরেই সবচেয়ে বড় বইমেলা বসতে যাচ্ছে চট্টগ্রামে। মেলা চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ একুশে পত্রিকাকে বলেন, ‘এবারের চট্টগ্রামের বইমেলায় ৬ শতাধিক শিরোনামে প্রায় ২০ হাজার বইয়ের সম্ভার নিয়ে এ বইমেলা শুরু হবে। চট্টগ্রামের মনীষি-সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস বিষয়ক ৫০টি বই থাকছে মেলায়।’

‘উল্লেখযোগ্য বইয়ের মধ্যে থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা, বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধানসহ অন্যান্য অভিধান, গবেষণামূলক চিরায়ত সাহিত্য, ইতিহাসবিষয়ক বই।’

নগরের জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৪টায় এই বইমেলার উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের সংগঠক লেখক ও নারী নেত্রী বেগম মুশতারি শফি। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন অধ্যাপক ড. অনুপম সেন।

ড. জালাল আহমেদ আরো বলেন ‘বাংলা একাডেমি থেকে প্রথম বই প্রকাশিত হয়েছে চট্টগ্রামের মানুষ ড. আহমেদ শরীফের। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালকের দায়িত্ব পালন করেন ড. মুহাম্মদ এনামুল হক। এতে করেই বোঝা যায় বাংলা একাডেমির সাথে চট্টগ্রামের মানুষের প্রাণের সম্পর্ক আছে। তিনি চট্টগ্রামে বইমেলার সকলের প্রাণবন্ত উপস্থিতি কামনা করেন।’

আজ সকালে পটিয়ার সুচক্রদণ্ডি গ্রামে আব্দুল করিম সাহিত্যবিশারদের সমাধিতে পুষ্প্রমাল্য অর্পণ ও হুলাইন গ্রামে পুঁথিসংগ্রাহক আবদুস সাত্তার চৌধুরীর সংগ্রহশালা পরিদর্শনের মাধ্যমে বইমেলার কর্যক্রম শুরু হয়েছে।

বইমেলায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত চট্টগ্রামের লেখকদের বই ও চট্টগ্রাম বিষয়ক বইয়ের আলাদা একটি কর্নার থাকবে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক।

আজ মেলায় স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মনোজ সেনগুপ্ত। সন্ধ্যায় পরিবেশিত হবে আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিয়াল আবু ইউসুফ ও কবিয়াল আবদুল মান্নানের পরিবেশনায় কবিগান।

আগামীকাল ২৩ এপ্রিল বিকেল সাড়ে চারটায় চট্টগ্রামে বইমেলা : গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ। কবি ও সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন অধ্যক্ষ ড. আনোয়ারা আলম এবং কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী।

২৪ এপ্রিল বিকেলে চট্টগ্রামের লোকসাহিত্য ও সংস্কৃতি বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করবেন আহমদ মমতাজ। অধ্যাপক ড. মাহবুবুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন অধ্যক্ষ শিমুল বড়ুয়া ও মুহাম্মদ ইসহাক চৌধুরী। ২৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম মনীষা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক গোলাম মুস্তাফা। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন অধ্যাপক ড. মহীবুল আজীজ ও কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী।

২৬ এপ্রিল বিকেলে চট্টগ্রামে সংবাদপত্র ও সাংবাদিকতা বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করবেন সাংবাদিক মুহাম্মদ শামসুল হক। দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি নাজিমুদ্দীন শ্যামল।

২৯ এপ্রিল বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বাংলা একাডেমি সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চবি উপ–উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এছাড়া প্রতিদিন সাংস্কৃতিক আয়োজনে থাকবে আবৃত্তি, গান, পুঁথিপাঠ, মাইজভাণ্ডারী গানসহ নানা আয়োজন।

একুশে/এএ