রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

চট্টগ্রামে পরিবহন ব্রোকারদের পরিচয়পত্র প্রদান

প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০১৮ | ১১:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: পণ্য পরিবহনে শৃঙ্খলা আনতে চট্টগ্রামে ৩১৯ জন ব্রোকারকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্রোকারদের হাতে পরিচয়পত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম, সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন ও ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমদ প্রমুখ।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে মালামাল পরিবহনের জন্য ট্রাক, কভার্ড ভ্যান ভাড়া নেওয়ার মূল কাজটি করেন ব্রোকাররা।

পুলিশ সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে ৩১৯ জন ব্রোকারকে স্মার্টকার্ড দেয়া হয়েছে। ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতিই পুলিশের অনুমোদন নিয়ে এই স্মার্টকার্ডের বন্দোবস্ত করেছে। এই প্রক্রিয়া চলমান থাকবে। এখন থেকে যাচাই করে ব্রোকারদের তালিকাভুক্ত করা হবে। তালিকায় নাম নেই এমন কেউ আর এই ব্যবসায় জড়িত হতে পারবে না।

প্রসঙ্গত গত জানুয়ারিতে ব্রোকারদের বিরোধের জেরে চট্টগ্রাম নগরীর কদমতলীতে পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা মো. হারুন খুন হন। এই হত্যাকাণ্ডের পর পুলিশ ব্রোকারদের তথ্যভাণ্ডার করার পরিকল্পনা নেয়।

এসআর/একুশে