রোববার থেকে শিল্পকলায় বাংলা একাডেমির বইমেলা


আকমাল হোসেন, একুশে পত্রিকা (ছবি)

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববার শুরু হচ্ছে বাংলা একাডেমির বইমেলার চট্টগ্রাম পর্ব। আয়োজকরা বলছেন ঢাকা পরেই সবচেয়ে বড় বইমেলা বসতে যাচ্ছে চট্টগ্রামে। মেলা চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

রোববার বিকেল ৪ টায় বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের সংগঠক লেখক ও নারী নেত্রী বেগম মুশতারি শফি।

বইমেলা নিয়ে শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বইমেলা প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ও সরকারি ছুটির দিন সকাল ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বাংলা একাডেমি ও বইমেলার ইতিহাস তুলে ধরেন এবং চট্টগ্রামে মেলার বিভিন্ন ব্যবস্থাপনার বিষয়ে আলোকপাত করেন। বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ মেলার বিস্তারিত কর্মসূচি উপস্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

এর আগে সকাল ১০ টায় পটিয়ার সুচক্রদণ্ডি গ্রামে আব্দুল করিম সাহিত্যবিশারদের সমাধিতে পুষ্প্রমাল্য অর্পণ ও হুলাইন গ্রামে পুঁথিসংগ্রাহক আবদুস সাত্তার চৌধুরীর সংগ্রহশালা পরিদর্শন করবেন তিনি।

একুশে/এএ