সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০১৮ | ৭:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ছোট কুমিরায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম করিম (১০) সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকার মকবুল আহমদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। এরপর তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।