সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০১৮ | ৬:২৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে একটি বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে বাকলিয়া থানার রাহাত্তারপুল মাজার গেট এলাকায় একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।

ময়নাতদন্ত শেষে মৃত নটরাজ চৌধুরী প্রকাশ রাজ (১৯) এর মরদেহ শনিবার তার পরিবারকে হস্তান্তর করেছে পুলিশ। তবে তার তাৎক্ষণিক পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি প্রণব চৌধুরী বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি নটরাজ চৌধুরী আত্মহত্যা করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত হয়েছে।

এসআর/এএ/একুশে