সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ১৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০১৮ | ৫:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতারও করা হয়েছে।

শুক্রবার রাতে কর্ণফুলী থানাধীন চরফরিদ এলাকার ফসিল সিএনজি পাম্পের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ জাফর আলম (৩৮) ও মোঃ হোসেন ওরফে কাজল (২৪)। দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি নীল রংয়ের পিকআপ আটক করে জাফর ও হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেখানো মতে পিকআপটির ড্রাইভারের সিটের পেছনে বিশেষভাবে রাখা অবস্থায় ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা টেকনাফ থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল।

এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এসআর/একুশে