নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে রোকেয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে স্বামী মো. পারভেজকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে সাতকানিয়ার কেএওচিয়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা চুড়ামনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাতকানিয়া থানার এসআই কাজী মো. গোলাম কিবরিয়া এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার পারভেজ চূড়ামনি গ্রামের বাইট্টে সৈয়দ বাড়ির মো. সোলায়মানের ছেলে।
বিয়য়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন।
শুক্রবার (২০ এপ্রিল) রাতে এওচিয়া ইউনিয়নের পূর্ব চূড়ামনি গ্রামের সৈয়দ বাড়িতে রোকেয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের ঘটনা ঘটে। পরে নিহতের ভাই বাদি হয়ে থানায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
একুশে/এএ