সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কোতয়ালীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ৪

প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০১৮ | ৯:১৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতওয়ালী থানার লালদীঘি এলাকা যাত্রীবাহী বাস উল্টে ৪ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২১ এপ্রিল) সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন।

আহতরা হলো আনোয়ার হোসেন (৬৫),শহিদুর (৪৫), রজিব (২২) ও মামুন (৩২)।

এএসআই আলাউদ্দিন একুশে পত্রিকাকে বলেন, ‘লালদীঘির উত্তর পার এলাকা নগরের ৬ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে আহত ৪ যাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একুশে/এএ