সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কাভার্ড ভ্যান চাপায় মোটর সাইকেল চালকের মৃত্যু

প্রকাশিতঃ ২০ এপ্রিল ২০১৮ | ৬:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান চাপায় এক মোটর সাইকেল চালকের নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নয়ন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার আবুল বশরের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান নয়নের মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মারাত্বকভাবে আহত হন তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসআর/একুশে