ল্যাপটপ বন্ধ করতে সময় নেওয়ায়…

চট্টগ্রাম: ল্যাপটপ বন্ধ করতে সময় নেওয়ায় উত্তেজিত হয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে দৈনিক প্রথম আলো’র প্রতিনিধি কাজী আয়েশা ফারজানাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউল হক। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটার পর শুক্রবার তা জানাজানি হয়।

ভুক্তভোগী কাজী আয়েশা ফারজানা অভিযোগ করে জানান, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমিউনিটিং পুলিশ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলাম। অনুষ্ঠান শেষে ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষে ল্যাপটপে সংবাদ লেখার সময় অতর্কিতভাবে উপজেলা পরিষদ চেয়াম্যান মো. আতাউল হক ঢুকে পড়েন এবং তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসে উচ্চস্বরে বলেন, ‘এই বেটি (মেয়ে), ল্যাপটপ বন্ধ কর। তুই জানিস, আমি চেয়ারম্যানের, চেয়ারম্যান। আমার সামনে বসে সংবাদ টাইপ করছিস।’ এছাড়া ল্যাপটপ বন্ধ করতে সময় নেওয়ায় তিনি আরো উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। এতে আমি দু:খ প্রকাশ করছি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউল হক বলেন, চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য। এ সময় পাশে বসা ফারজানাকে ল্যাপটপ বন্ধ করতে বলেছিলাম, সে তা বন্ধ করে চলে যায়। তবে ল্যাপটপ বন্ধ করতে বারবার বলেছিলাম। এতে যদি কোনো দোষ থাকে আমি ক্ষমাপ্রার্থী।

এসআর/একুশে