পাহাড়তলীতে মোটরসাইকেল আইলেন্ডে, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : নগরের পাহাড়তলী থানার বিটাক মোড় এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল আইলেন্ডে তুলে দিয়েছে চালক। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে চালক যুবক। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (২০ এপ্রিল) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার এসআই আব্দুল্লাহ কফিল একুশে পত্রিকাকে জানান, দুর্ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। তার বাড়ি বরিশালে বলে জেনেছি। পরিবারের সদস্যরা ঘটনার পরপরই লাশ নিয়ে যায়। এতে আরো একজন আহত হওয়া খবর পাওয়া গেছে।

একুশে/এএ