চট্টগ্রামে সম্মাননা পেলেন তিন শ্যুটার

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের তিনজন কৃতি শ্যুটারকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের সভায় এই সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ যুব গেইমস-২০১৮ ও হামিদুর রহমান ইয়থ শ্যুটিং চ্যাম্পিয়ানশিপে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের শ্যুটার সাকের আহমেদ স্বর্ণ ও ব্রোঞ্জ পদক, কাজী সাজিদুল হোসেন রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং সায়রা আরফিন রৌপ্য পদক অর্জন করায় তাদেরকে এই সম্মাননা দেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্দুল ওয়ারীশ, চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের সহ সভাপতি মোঃ সোলায়মান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তা, শ্যুটার ও শ্যুটারদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এসআর/একুশে