মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আন্দরকিল্লায় ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ২০ হাজার

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০১৮ | ৬:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ফুটপাত ও নালার উপর থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে আন্দরকিল্লা এলাকায় সড়কের উভয় পাশ থেকে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

চসিক সূত্র জানায়, অভিযানকালে নগরীর আন্দরকিল্লা, বকশিবিট রোডের উভয় পাশের ফুটপাত ও নালার উপর থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত অংশ, দোকানের সামনের শেড, স্তূপকৃত মালামাল ও ভাসমান দোকানপাটসহ ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় আন্দরকিল্লা এলাকার জননী কুরিয়ারকে ১০ হাজার টাকা, আরিফ বুককে ৫ হাজার ও পপুলার অপটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একুশে/এএ