মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চট্টগ্রাম মেডিকেলে কয়েদির মৃত্যু

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০১৮ | ৫:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন একজন কয়েদি মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ১২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

মৃত মো. মনু মিয়া (৩২) কক্সবাজার জেলা সদরের বৈদ্যঘোনা এলাকার মৃত নূর আহম্মদের ছেলে। মাদকের মামলায় দুই বছরের সাজা ভোগ করছিলেন তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মাদকের মামলায় কক্সবাজার কারাগারে দুই বছরের সাজা ভোগ করছিলেন মনু মিয়া। গত ১৩ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে রেফার করা হয়। হৃদরোগসহ বেশকিছু রোগে আক্রান্ত ছিলেন তিনি।

এসআর/একুশে