চট্টগ্রাম : অধ্যক্ষকে পেটানোর কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই প্রকাশ পেল নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির আরেক কেলেঙ্কারি। এবার রনি পেটালেন চট্টগ্রামের এক কোচিং ব্যবসায়ীকে।
চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার ইউনিএইড কোচিং সেন্টারের অফিস কক্ষের প্রায় ৬ মিনিটের এই সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে মালিক ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়াকে আঙ্গুল তুলে শাসাতে ও টেবিল চাপরাচ্ছেন গর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
এর এক পর্যায়ে রাশেদের গালে থাপ্পড় মারতে দেখা যায় রনিকে। পরে চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া করে বারবার রাশেদের গালে থাপ্পড় চালাতে থাকেন রনি। এর মধ্যে মাঝে মাঝে চলতে থাকে তার শাসন। এভাবে প্রায় আড়াই মিনিট চলার পর রুম ছেড়ে বেরিয়ে যায় রনি। কয়েক মুহুর্ত পরেই আবারো ফিরে এসে আবারো তর্কে জড়ায় রণি। পরে দীর্ঘ সময় কারো সঙ্গে ফোনালাপে ব্যস্ত থাকতে দেখা যায়।
পুরো ঘটনায় রাশেদকে করোজোরে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। এদিকে জানাযায় , বিভিন্ন সময় রণি দাবি করতেন তিনি ইউনিএইড কোচিং সেন্টারে তারা মালিকানা আছে।
এএ/এটি/একুশে