রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কক্সবাজারে কিরিচসহ ডাকাত গ্রেফতার

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০১৮ | ২:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম : কক্সবাজার জেলার উখিয়া থানাএলাকায় অভিযান চালিয়ে ১ টি দেশিয় তৈরি অস্ত্রসহ বদিউল আলম নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিনগত রাত পৌনে ১টায় কক্সবাজার-টেকনাফগামী আরকান রাস্তার কুতুপালং উত্তর জামে মসজিদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাব-৭ তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কক্সবাজার-টেকনাফগামী আরকান রাস্তার কুতুপালং উত্তর জামে মসজিদ এলাকায় কিছু লোক দেশিয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে, এই তথ্য পেয়ে মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মোঃ বদিউল আলম (৫৮) কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দেশিয় তৈরি একটি কিরিচ উদ্ধার করা হয়। বদিউল আলম উখিয়া উপজেলার বালুখালী পানবাজার, (ব্লক-১৭, রোহিঙ্গা ক্যাম্প) এলাকার মৃত আমীর আলীর পুত্র।

ধৃত আসামী জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময়ে এলাকায় ডাকাতি করে এবং এলাকার লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তাস্তর করা হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তি/এটি/একুশে