চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বিভিন্ন বিভাগে সম্প্রতি যোগদানকারী নতুন প্রভাষকগণকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে চুয়েট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ও রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
সংবর্ধিত প্রভাষকগণ হলেন স্থাপত্য বিভাগের শুভ্র দাশ ও সাঈদা তাহমিনা তাসমিন, যন্ত্রকৌশল বিভাগের আসমা উল হুসনা, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো: ইমতিয়াজ আহমেদ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের কে. এম. আশরাফুল ইসলাম, সিভিল এন্ড ওয়াটার রির্সোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের পলেন চাকমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো: মাঈনুল হাসান, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবরিনা আবেদীন এবং তড়িৎ ও ইলেক: কৌশল বিভাগের মো: কামরুল হাসান।
এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম শিক্ষক হিসেবে চুয়েট পরিবারের অংশ হওয়ায় তাঁদেরকে অভিনন্দন জানান। চুয়েটের শিক্ষা ও গবেষণাগত আরো অগ্রগতি সাধনে নতুন শিক্ষকগণ কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রেসবিজ্ঞপ্তি/এটি/একুশে