চট্টগ্রাম: আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠনে ব্যর্থ হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখিন হবে ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে আশংকা করছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
বুধবার বিকেলে নগরীর চট্টেশ্বরী রোডস্থ মীর মোহাম্মদ নাছির উদ্দিনের বাসভবন “ডালিয়া কুঞ্জস্থ” মাঠে বান্দরবান জেলার আট শতাধিক তৃণমূল নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি এ বক্তব্য রাখেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মীর নাছির বলেন, বেগম জিয়ার বন্দিত্বে প্রতিটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। অনির্বাচিত ক্ষমতাসীন স্বৈরশাসকগোষ্ঠী বেগম জিয়ার মুক্তি বিলম্বিত করে তার উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে। তার জামিন আইনানুগ হলেও আদালত ও প্রশাসনকে প্রভাবিত করা হচ্ছে। এ অবস্থায় একজন দেশপ্রেমিক কর্মীও ঘরে বসে থাকতে পারে না।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির বান্দরবান জেলা বিএনপি, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, তাঁতী দল, মৎস্যজীবী দলসহ সকল অঙ্গ সংগঠনের উপজেলা ও পৌরসভাভিত্তিক প্রতিনিধিদের বক্তব্য শুনেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সা চিং প্রু জেরি।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, আলী কদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, অধ্যাপক ওসমান গণি, সা চ প্রু, ক্য. হ্লা প্রু চৌধুরী, আজিজুর রহমান, লামা উপজেলা সভাপতি ও পৌর মেয়র আমির হোসাইন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াই নু চৌধুরী, সদর উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব আলী মেম্বার, সদর পৌর সভাপতি নাছির উদ্দিন, রুমা উপজেলা সভাপতি জির সাম ম্রং, থানচি উপজেলা সভাপতি কাম লাই, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর শুক্কুর, জেলা কৃষক দলের সভাপতি ইসলাম কোম্পানী, মহিলা দলের সাধারণ সম্পাদক নিরুতাজ বেগম প্রমুখ।