রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০১৮ | ১১:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন প্যারেড কর্ণার এলাকায় সিরাজদৌল্লা রোডের উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

কর্পোরেশনের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে প্যারেড কর্ণার সিরাজদৌল্লা রোডের উভয় পাশের ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে স্তুপকৃত ১০ ট্রাক ইট বালি জব্দ করে সাগরিকা ষ্টোরে রাখা হয়।

একই অভিযানে ফুটপাতের অবৈধভাবে দোকানের পণ্য স্তুপ করার দায়ে মেসার্স জোবাইদা মেটাল ইন্ডাষ্ট্রিজকে ৫ হাজার, কাদেরিয়া ষ্টীলকে ৫ হাজার টাকা, চিশতীয়ান ম্যানশনকে ৫ হাজার টাকা ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের অধীনে দেওয়ান বাজারস্থ ছাফা সুপার শপকে ৩ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ সহায়তা করেন।

এসআর/একুশে