রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বোয়ালখালীতে গ্রিল কেটে দোকান চুরি

প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০১৮ | ৩:১২ অপরাহ্ন

চট্টগ্রাম : বোয়ালখালীতে দোকানের গ্রিল কেটে দোকানের মালামাল নিয়ে গেছে চোরের দল। প্রায় এক লাখ বিশ হাজার টাকার মালামাল চুরি গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ভুবন বিশ্বাসের পোল এলাকার বিছমিল্লাহ স্টোরে এ ঘটনা ঘটেছে।

দোকান মালিক সালাহ্উদ্দিন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারেও রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যান তিনি। সকালে এসে দেখি দোকানের গ্রিল কাটা, মালামাল উধাও। বৃষ্টি হওয়ায় দোকানে সামনের সড়কের কাঁচা মাটিতে টেম্পুর চাকার ছাপ আছে।

চোরের দল দোকান থেকে প্রায় এক লাখ বিশ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান তিনি।

আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল হক মান্নান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস রানার মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

একুশে/এএ