রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০১৮ | ১০:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলার টেকনাফ বাস টার্মিনাল এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল (২৬) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ওই মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন র‍্যাব- ৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।

তিনি জানান, পাচারের উদ্দেশ্য টেকনাফ বাস টার্মিনাল এলাকায় ইয়াবার চালান নিয়ে এসেছিলেন মাদকব্যবসায়ী ইসমাইল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামরা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

একুশে/এএ