রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নবজাতক মেয়ের বদলে মৃত ছেলে, নিচ্ছেন না বাবা-মা

প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০১৮ | ২:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম : মেয়েসন্তান হলেও তা বদলে মৃত ছেলেসন্তান দেওয়া হয়েছে- চট্টগ্রাম নগরের চাইল্ড কেয়ার হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযোগ এনে পুলিশের কাছে অভিযোগ করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার এক দম্পতি। এ প্রেক্ষিতে শিশু ও তার মায়ের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চারদিন আগে সেনবাগের বাসিন্দা রোকসানা বেগম এক নবজাতকের জন্ম দেন। নিউমোনিয়া আক্রান্ত হওয়ায় আধাঘণ্টার মধ্যেই বাচ্চাটিকে নোয়াখালী মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। ছয় ঘণ্টা পর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ যে কোনো উন্নত হাসপাতালে নবজাতকটিকে রেফার করা হয়।

এরপর ওই বাচ্চাকে আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একদিন রাখার পর তাকে ভর্তি করা হয় চাইল্ড কেয়ারে। এরপর মঙ্গলবার শিশুটিকে চাইল্ড কেয়ার কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন। এরপর সেনবাগে শিশুটিকে নিয়ে যান তার বাবা-মা। সেখানে গিয়ে দাফনের প্রস্তুতি নিতে গিয়ে তারা দেখতে পান নবজাতক ছেলেসন্তান। এরপর ওই নাবজাতককে নিয়ে রাতে তারা পাঁচলাইশ থানায় এসে অভিযোগ করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘মারাত্মক ধরনের নিউমোনিয়া আক্রান্ত নাবজাতকটিকে প্রথমে নোয়াখালী মা ও শিশু হাসপাতালে নেয়া হয়েছিল, তারা ওই নাবজাতকের লিঙ্গ পরিচয় লিখেনি। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তারাও লিঙ্গ পরিচয় উল্লেখ করেনি।’

‘পরে চাইল্ড কেয়ারে ভর্তির সময় তারা ছেলেসন্তান লিখে ভর্তি করে। এরইমধ্যে শেভরণে ওই বাচ্চার একটি পরীক্ষা করানো হলে সেখানে মেয়ে লেখা হয়। এখন বাবা-মা দাবি করছে, তাদের মেয়েসন্তান ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ছেলেসন্তান তাদের হাতে তুলে দিয়েছে।’

তিনি বলেন, ‘এখন কথা হচ্ছে, নবজাতকটির শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। এই ধরনের অবস্থায় সাধারণত শিশু বাঁচে না। এখন এ ধরনের অসুস্থ বাচ্চা কেউ তো বদল করবে বলে মনে হয় না। এরপরও অভিযোগ যেহেতু এসেছে, আমরা নবজাতক ও তার মায়ের ডিএনএ টেস্ট করবো। না মিললে চাইল্ড কেয়ার হোক বা অন্য কোনো হাসপাতাল আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এসআর/একুশে