রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাটহাজারীতে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিতঃ ১৮ এপ্রিল ২০১৮ | ১২:২৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চলন্ত বাসের ছাদে বসেছিলেন মাদুর ব্যবসায়ী মোহাম্মদ রবিউল (৪৫)। হঠাৎ বিদ্যুতের তার গলায় আটকে গেলে ছাদ থেকে সড়কে ছিটকে পড়েন তিনি।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারীর ফতেয়াবাদ চৌধুরীহাট কমিশনার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনার পর তাকে ফতেয়াবাদ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মোহাম্মদ রবিউল ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পাচুরিয়া গ্রামের মৃত আবদুস সত্তার শেখের ছেলে। তিনি মাদুর ব্যবসায়ী ছিলেন।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র পাল বলেন, বিদ্যুতের তার গলায় আটকে চলন্ত বাসের ছাদ থেকে সড়কে ছিটকে পড়ে রবিউলের মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআর/একুশে