বাঁশখালীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, প্রধান শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা সন্দ্বীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একই স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে গত ১০ এপ্রিল দুপুরে সন্দ্বীপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে স্কুলের পাশে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা মঙ্গলবার সকালে বাঁশখালী থানায় অভিযোগ করেন।

এসআর/একুশে