চট্টগ্রাম: পটিয়ায় দুই রোহিঙ্গা কিশোরীকে পাচারের সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পটিয়া বাস স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ইউসুফ (২৫) কক্সবাজারের রামুর বাসিন্দা ও মো. জোবায়ের ওরফে জাবের (৪৫) মিয়ানমারের মংডুর বাসিন্দা।
পটিয়া থানার এসআই বাসুদেব নাথ জানান, ভালো চাকরি দেয়া ও মালয়েশিয়া পাঠানোর কথা বলে জাবের দুই কিশোরীকে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের করে আনে গ্রেফতারকৃতরা। তবে দুই কিশোরীকে পতিতাবৃত্তিতে নামানোর জন্য ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
তিনি বলেন, ইউসুফ বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা হয়েছে। জাবেরের বিরুদ্ধে মানব পাচারের পাশাপাশি বিদেশি নাগরিক আইনেও মামলা হয়েছে। উদ্ধার হওয়া দুই কিশোরীর বিরুদ্ধেও বিদেশি নাগরিক আইনে মামলা করা হয়েছে।
এসঅার/একুশে