ছিনতাই প্রতিরোধে তৎপর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে ছিনতাই প্রতিরোধে তৎপর হতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার।

মঙ্গলবার দামপাড়াস্থ পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় তিনি এই নির্দেশ দেন। নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, সভায় কমিশনার সকল জোনের ডিসিদের নিজেদের জোনে মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। সংশ্লিষ্ট ডিসিদের এই বিষয়টি তদারকি করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।

এছাড়া সভায় ওয়ারেন্ট তামিল এবং ওয়ারেন্টের গায়ে তামিলকারী অফিসারের কৈফিয়ত উল্লেখ করা, অপমৃত্যু মামলা, নিয়মিত মামলা, ট্রাফিক সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে ডিসি, এসি ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তাগিদ প্রদান করেন পুলিশ কমিশনার।

সভায় অপরাধ দমন ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ সদস্যসহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার ইকবাল বাহার।

সভায় অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগমসহ সকল জোনের ডিসি, এডিসি, এসি ও থানার ওসিরা উপস্থিত ছিলেন।

এসআর/একুশে